পঞ্চগড় প্রতিনিধি
জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি’র রিয়েলিটি শো অনন্য প্রতিভার সেরা আঠারোর প্রতিযোগি পঞ্চগড়ের মেয়ে আফিয়া ইবনাত ইলাকে কবিতা আবৃত্তিতে সেরাদের সেরা বানাতে ভোট ও দোয়া প্রার্থনা করেছেন ইলা ও তার পরিবার।
সোমবার রাতে পঞ্চগড় প্রেসক্লাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় পঞ্চগড়সহ দেশবাসীর কাছে এই প্রার্থনা করেন।
মতবিনিময় সভায় পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেলোয়ার হোসেন প্রধান, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক হাসনুর রশীদ বাবু, ফুটকিবাড়ি কলেজের প্রভাষক শাহা আলম, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, এনটিভি পঞ্চগড়ের স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান সাজ্জাদ, প্রথম আলোর রাজিউর রহমান, বাংলাভিশনের মোশাররফ হোসেন, করতোয়া ও আজকালের খবরের সামসউদ্দিন চৌধুরী কালাম, আরটিভি’র হারুন অর রশিদ, ঢাকা পোস্ট ও আরটিভি’র রনি মিয়াজী, ভোরের কাগজের আবু সালেহ মো. রায়হান, মোহনা টিভির রওশন জামিল চৌধুরী ডলার, দীপ্ত টিভি’র গোফরান বিপ্লব, ভোরের ডাকের হাসিবুল করিমসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আফিয়া ইবনাত ইলা, তার বাবা আমলাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইয়াহিয়া খান, মা আনজুয়ারা বেগম উপস্থিত ছিলেন।
আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ইলাকে একটি করে ভোট দিতে সকলের প্রতি আহবান জানান। #
You cannot copy content of this page