পঞ্চগড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এঁর ১৬১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এই জন্মবার্ষিকী উদযাপন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আজাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।
আলোচনা সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা উদীচির সভাপতি শফিকুল ইসলাম। এতে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব দীপঙ্কর রায়, এডিএম জয়শ্রী রানী রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
সন্ধ্যার পর জেলা শিল্পকলার একাডেমীর পরিবেশনায় বিশেষ নাটক কাবলিওয়ালা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।