পঞ্চগড় প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী কিশোর
শর্মার পাশে দাঁড়িয়েছেন নিউইয়র্ক আমেরিকাস্থ পঞ্চগড় জেলা জনকল্যাণ সমিতি। কিশোর কুমার শর্মা পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০১১ সালে এসএসসি পাশ করেন । বাবা-মা হারা এতিম কিশোর দীর্ঘদিন যাবৎ নিউরোজিক্যাল সমস্যায় ভুগছেন । সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপিয়ান ২০১১ ব্যাচের বন্ধুদের প্রচারণায় নিউইয়র্ক আমেরিকাস্থ পঞ্চগড় জেলা জনকল্যাণ সমিতির দৃস্টিগোচর
হন পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের মেধাবী কিশোর কুমার শর্মা । বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জোবায়ের ইসলাম বাদলের আয়োজনে আজ বৃহস্পতিবার(৭জুলাই) দুপুরে বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে তাকে ডেকে এনে এক লক্ষ টাকা চিকিৎষাবাবদ তুলে দেয়া হয় । নিউইয়র্ক আমেরিকাস্থ পঞ্চগড় জেলা জনকল্যাণ সমিতির সদস্য রুহল আমিন মানিক জানান,
আমরা মেধাবী কিশোরের পাশে আছি । আমরা দীর্ঘদিন যাবৎ নিজ জেলার অসহায়, দু:স্থ্য মানুষের মাঝে সেবামুলক কাজ করে আসছি । জেলার আটোয়ারী উপজেলার এতিমখানার এতিম এতিম বাচ্চাদেরও বিভিন্ন ভাবে সহযোগতিা করে আসছি । করোনাকালে সাধ্যমত জেলা পাঁচ উপজেলার স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেছি । আমরা পুরো জেলায় এই সেবামুলক কাজ করতে চাই ।
এজন্য প্রশাসন থেকে শুরু করে সর্বোস্তরের জনগনের সহযোগিতা কামনা করেন এবং প্রবাসে নিউইয়র্ক আমেরিকাস্থ পঞ্চগড় জেলা জনকল্যাণ সমিতির সকল সদস্যদের জন্য দোয়া কামনা করেন তিনি । এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহান, মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধান, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর হাসনুর রশীদ বাবু, নিউইয়র্ক আমেরিকাস্থ পঞ্চগড় জেলা জনকল্যাণ
সমিতির ক্রিড়া সম্পাদক ইমরান খানের পিতা আলহাজ্ব মো: সোলায়মান খান ও মেধাবী কিশোর কুমার শর্মার বন্ধুরা উপস্থিত ছিলেন ।
You cannot copy content of this page