পঞ্চগড় প্রতিবেদক
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের দ্রুত সুস্থ্যতা ও আরোগ্য কামণায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ১০টি ইউনিয়ন ১০টি মসজিদে ও পঞ্চগড় পৌরসভার মসজিদপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে একযোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো নোমান হাসান পঞ্চগড় পৌরসভার মসজিদপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন। এসময় দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের ইমাম আকতারুজ্জামান আকতার।
এছাড়া জেলার তেতুঁলিয়া উপজেলার ৭টি ইউনিয়ন ও আটোয়ারী উপজেলার ৬টি ইউনিয়নে ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে একযোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে পঞ্চগড় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করীম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান জয়, মকবুলার রহমান সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীরুজ্জামান তনু, মকবুলার রহমান শাখা ছাত্রলীগের ডিগ্রি অনুষদের সভাপতি আবু বকর সিদ্দিক, সদর উপজেলা ছাত্রলীগের জাহিদ হাসান জনি সহ জেলা, উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া ইউনিয়ন পর্যায়ে প্রতিটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ভারতের একটি হাসপাতালে কোমরে ব্যাথা নিয়ে গত কয়েকদিন আগে ভর্তি হন। পরে সেখানে তিনি কোমরে অস্ত্রপচার করেন। বর্তমানে তার শারিরীক অবস্থা স্থিতিশীল।
আবু সালেহ মো রায়হান
পঞ্চগড়
০৩/০৫/২০২৩
০১৭১৯৪৬১১৫১
You cannot copy content of this page