পঞ্চগড়ে গভীর রাতে শুকনা খাবার নিয়ে পানিবন্দি মানুষের বাড়িঘর পরিদর্শন করলেন পঞ্চগড় এক আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা। জেলার বাইরে থাকায় শনিবার রাতে এসেই রাত ১ টা পর্যন্ত তিনি পঞ্চগড় পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় তিনি কামাতপাড়া, জালাসী হঠাৎ পাড়া, তেলিপাড়া, ট্রাক টার্মিনাল মহল্লার পাঁচ শতাধিক মানুষের মাঝে মুড়ি, চিনা চিড়াসহ শুকনা খাবার তুলে দেন। এসময় তার স্ত্রী মেজর (অবঃ) কাজী মৌসুমি, পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায়, পৌর কাউন্সিলরসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা বলেন, প্রাকৃতিক দূর্যোগে কারো হাত নেই। দুর্যোগ মোকাবিলায় আমরা মেয়রসহ একসাথে কাজ করছি। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা আর নাগরিকের অসচেতনতায় সামান্য বৃষ্টিতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আমরা ভাল ড্রেনেজ ব্যবস্থা করে পানি নদীতে ফেলতে পারলে জলাবদ্ধতা হবেনা। আমরা একটা মাস্টার প্লান নিয়ে কাজ করে যাচ্ছি। আশা করছি আগামী এক বছরের মধ্যে জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান হবে।।
You cannot copy content of this page