স্টাফ রিপোর্টার
রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো.নূরুল ইসলাম সুজন এমপি বলেন,করোনা ও প্রাকৃতিক দুর্যোগসহ সকল প্রকার দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের আর্থিক ভাবে সহায়তা করে যাচ্ছে সরকার।
তিনি বলেন,গরীব দুখি মানুষের মুখে হাসি ফোটাতে সব সময় তাদের পাশে রয়েছে সরকার। এজন্য গৃহহীনদের গৃহ প্রদান করে তাদের নিরাপদ আশ্রয়েরও ব্যবস্থা করা হচ্ছে।
তিনি আজ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে মন্ত্রীর স্বেচ্ছাধীন মঞ্জুরি তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসানের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি, দেবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী,সাধারণ সম্পাদক হাসনাৎজ্জামান চৌধুরী বক্তব্য রাখেন।
সভায় মন্ত্রী তার স্বেচ্ছাধীন মঞ্জরির তহবিল থেকে উপজেলার ৮৬ জন অসহায় মানুষের মাঝে প্রত্যেককে ৫ হাজার টাকা করে ৪ লাখ ৩০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন।
You cannot copy content of this page