পঞ্চগড় প্রতিনিধি
গ্রামীণ পর্যায়ে চক্ষু রোগীদের চিকিৎসা সেবা ও পরামর্শ নিশ্চিত করার লক্ষ্যে পঞ্চগড়ের দেবীগঞ্জে ভিশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে দেবীগঞ্জ পৌরসভার কাচারীপাড়া এলাকায় ভিশন সেন্টারের উদ্বোধন করেন সিলেট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এইচ এম এনায়েত হোসেন।
এসময় দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল আলম, দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, দীপ আই কেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. খাইরুল ইসলাম, অরবিস ইন্টান্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীপ আই কেয়ার ফাউন্ডেশনের পরিচালনায় ও অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় ভিশন সেন্টারে চক্ষু পরীক্ষা, ব্যবস্থাপত্র প্রদান, চোখের ছানী অপারেশন সহ চোখের নানা রোগের চিকিৎসা প্রদান করা হবে। সরকারী ছুটির দিন ব্যাতিত প্রতিদিন চক্ষু রোগীরা সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত মিলবে চোখের চিকিৎসা ও পরামর্শ। তবে উদ্বোধনী দিনে প্রায় দুই শতাধিক চক্ষু রোগীদের বিনামূল্যে চোখের চিকিৎসা, ব্যবস্থাপত্র প্রদান করা হয়।
You cannot copy content of this page