পঞ্চগড় প্রতিবেদক
পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নাঈমুজ্জামান মুক্তা বলেছেন হাঁ না ভোটের নাম দিয়ে যখন দেশে তামাশার নির্বাচন হয়েছিল, মাগুড়ার উপ-নির্বাচন যখন তামাশার নির্বাচন হয়েছিল তখন আমেরিকা কোথায় ছিল। এখন তারা মানবাধিকারের ছবক দেয়। সেদিন চট্রগ্রাম বন্দর এবং বাংলাদেশের গ্যাস আমেরিকার হাতে তুলে দিতে চেয়েছিল ড. ইউনুস। এখন আগামি সংসদ নির্বাচন নিয়ে তারাই আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া সরকারী কলেজ মাঠে তৃনমূল আওয়ামী লীগ আয়োজিত নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল এক জনসভায় এসব কথা বলেন ।
তিনি আরো বলেন, ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার সংবর্ধনায় ড. ইউনুস বলেছিল চট্রগ্রাম বন্দর আমেরিকার হাতে তুলে দেওয়া হলে নোবেল পুরস্কার বাংলাদেশে অনেক আগেই আসতো। কিন্ত সেদিন বঙ্গবন্ধুর কন্যা বাংলার মানুষের সাথে বেইমানি করে নাই।
তেঁতুলিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জুলফিকার আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে সংরক্ষিত মহিলা আসনে সাবেক সাংসদ ফরিদা আকতার হিরা, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আনিসুর রহমান, স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও প্যানেল মেয়র আশরাফুল আলম, পৌর কাউন্সিলর হাসনাত হামিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে উপজেলার সাতটি ইউনিয়ন থেকে ছোট ছোট মিছিল নিয়ে জনসভাস্থলে আসেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। জনসভায় প্রায় ১০ হাজার মানুষের সমাগম ঘটে।
এর আগে একই মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বিশ্ব নবীর জীবনী আলোচনা করে এবং প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দীর্ঘায়ূ কামণা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন স্থানীয় একটি মাদরাসার মুহতামিম মাওলানা জাহিদুল ইসলাম।
You cannot copy content of this page