জুলাইয অভ্যুত্থানে শহীদ সাজুর পরিবারকে আর্থিক সহায়তা গণঅধিকারের
পঞ্চগড় প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের (জুলাই অগাস্ট এ ছাত্র জনতার অভ্যুত্থানে) শহীদ সাজুর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পঞ্চগড় জেলা শ্রমিক অধিকার পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক শহীদ সাজুর পরিবারে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা এবং তার পরিবারের খোঁজ খবর নিতে যান গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ যুব ও ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান নুর আসাদ। এসময় পঞ্চগড় জেলার গণঅধিকার পরিষদের নেতা মাহফুজুর রহমান সহ দলীয় নেতৃবৃন্দ শহীদ সাজুর বাড়িতে উপস্থিত ছিলেন।
পরে ভিডিও কলে যুক্ত হয়ে শহীদ সাজুর পরিবারের সদস্যদের সাথে কথা বলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এছাড়া শহীদ পরিবারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
You cannot copy content of this page