পঞ্চগড়ে জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে ৬৭ জন উপকারভোগীর মাঝে দুই লাখ ১৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন বলেন, চলতি অর্থবছরে জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিলে ছয় লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এরই অংশ হিসেবে ৬৭ জনের মাঝে দুই ১৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। পড়াশোনা খরচ, চিকিৎসা খরচ, মেয়ের বিয়েসহ বিভিন্ন ক্যাটাগরিতে উপকারভোগীদের আবেদনের প্রেক্ষিতে তাদের মাঝে বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করা হয়।
তিনি জানান, উপকারভোগীদের আবেদনের পরে যারা এই অর্থ পাওয়ার যোগ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যেমে তদন্ত করে কেবল তাদের মাঝেই এই অর্থের চেক প্রদান করা হচ্ছে। আগামীতে আরও কোন উপকারভোগী আবেদন করলে পর্যায়ক্রমে তাদেরও একই ক্যাটাগরিতে অর্থ সহায়তা প্রদান করা হবে।।