পঞ্চগড়ে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি করায় তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৬ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা শহরের মেডিক্যাল মোড় ও কামাতপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের এই জরিমানা করেন জেলা কার্যালয়ের সহকারি পরিচালন পরেশ চন্দ্র বর্মন।
অভিযান সূত্রে জানা যায়, পবিত্র রমজানে নিত্যপণ্যের বাজার সহনীয় রাখতে মেডিক্যাল মোড় ও কামাতপাড়া এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে কুমিল্লা সুইটসকে ৫ হাজার, বিসমিল্লা ফার্মেসীকে ৩ হাজার ও আতিক ফার্মেসীকে ২ হাজার করে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় বিধি মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
You cannot copy content of this page