পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ও শালবাহান ইউনিয়নের বিভিন্ন স্থানে ফসলি জমি কেটে অবৈধ ভাবে পাথর-বালু উত্তোলন করার দায়ে শাকিল সালেক (৩৫) নামের এক ব্যক্তিকে ছয় মাসের এবং কাবুল হোসেন (৪১) নামে এক ব্যক্তিকে ১ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত
বুধবার দিনভর অভিযান পরিচালনা চালিয়ে ওই দুই ব্যক্তিকে এই দন্ডাদেশ দেন পঞ্চগড় সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার মোহন মিনজী।
দন্ডপ্রাপ্ত শাকিল সালেক উপজেলার ভজনপুর ইউনিয়নের ভজনপুর এলাকার আব্দুল জলিলের ছেলে ও কাবুল হোসেন শালবাহান ইউনিয়নের গোবরাগছ গ্রামের সলেমান আলীর ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের নির্দেশে বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তেঁতুলিয়া উপজেলায় এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার ভজনপুর ইউনিয়নের ভূতিপুকুর গ্রামে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে শ্রমিকদের সর্দার শাকিলকে ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে বালু পাথর উত্তোলন দায়ে আটক করা হয়।
এদিকে শালবাহান ইউনিয়নের শালবাগানে ট্রাক্টর দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শ্রমিকদের সর্দার কাবুল হোসেনকে আটক করা হয়। এ সময় একটি ট্রাক্টরের ব্যাটারী জব্দ করা হয়।
এসময় অবৈধ ড্রেজারগুলোতে মবিলের লাইনে বালু দিয়ে ইঞ্জিন বিকল করার চেষ্টা করা হয়।
এমনকি বালু ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত তিনটি ট্রাক্টর ও একটি এক্সকেভেটরের ব্যাটারী সহ মোট ৫টি ব্যাটারী জব্দ করে থানা পুলিশের জিম্মায় দেয়া হয়। পরে পুলিশের মাধ্যেমে কারাদণ্ড দেয়া দুইজনকে কারাগারে পাঠানো হয়।
প্রেরণ করা হয়।
অভিযানের সময় পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহন মিনজী বলেন, অবৈধ প্রক্রিয়ায় বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
You cannot copy content of this page