পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভূয়া মেডিকেল চিকিৎসক পদবী ব্যবহার করে চিকিৎসা প্রদান করার দায়ে হয়রত আলী (৪৬) নামের এক কবিরাজকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) বিকালে তেঁতুলিয়া চৌরাস্তা বাজার সংলগ্ন সাহেবজোত এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভূয়া চিকিৎসক পদবী ব্যবহার করে চিকিৎসা প্রদানকালে উই কবিরাজকে আটক করা হয়।ভ্রাম্যমান আদালত সূত্র জানান, আটককৃত কবিরাজ হয়রত আলী দীর্ঘদিন থেকে তেঁতুলিয়াসহ বিভিন্ন এলাকায় মেডিকেল অফিসার হিসেবে ভূয়া পদবী ব্যবহার করে রোগীদেরকে চিকিৎসা প্রদান করে আসছেন। মেডিক্যাল এবং ডেন্টার কাউন্সিল আইন, ২০১০ এর ২৯ ধারা মোতাবেক তাকে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা এ দণ্ডাদেশ দেন। এ সময় তিনি দণ্ডিত অর্থ নগদে পরিশোধ করেন। দণ্ডপ্রাপ্ত হযরত আলী বগুড়া জেলার সোনাতলা উপজেলার পাকুল্যা গ্রামের এরফান আলীর পুত্র।ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আরিফুল ইসলাম, তেঁতুলিয়া মডেল থানা পুলিশের এসআই রাসেলসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।।
You cannot copy content of this page