বিশেষ প্রতিনিধি
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের ছলিমনগর গ্রামের এক দম্পত্তিকে মৌখিক তালাকের জেরে এক ঘরে করে রাখার ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে দেবীগঞ্চ থানা পুলিশ। মঙ্গলবার (৩১ আগস্ট) ভোররাতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে করা হয়। পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের ছলিমনগর গ্রামের ছমির আলীর পুত্র মো. সহিদ আলী ও আমির চাঁন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল হোসেন জানান, মঙ্গলবার ভোর রাতে দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক কামাল হোসেন অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে। পরে দেবীগঞ্জ আমলী আদালত-০২ এ তাদের হাজির করা হয়। আদালতের বিচারক এম এম মাহবুব ইসলাম তাদের জামিন আবেদন নাকচ করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২২ আগস্ট দেবীগঞ্জ আমলী আদালতের বিচারক এম এম মাহবুব ইসলাম ওই দম্পতিকে এক ঘরে করে রাখার ঘটনায় সমাজপতি মো. শাহজাহান আলী, মুফতি মো. আনোয়ার হোসেন, মো. নাসির উদ্দীন, মো. আমির চাঁন, মো. শহীদ, মো. ছোরমান আলী, মো. জুলহক, মো. মোস্তফা ও মো. রাসেলের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
এর আগে গত ১১ আগস্ট পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান স্বপ্রণোদিত হয়ে বিষয়টি আমলে নিয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি তদন্তের নির্দেশ দেন এবং ২২ আগস্টের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেন। আদালতের নির্দেশনা অনুযায়ী দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল হোসেন গত ২২ আগস্ট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। #