পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জে জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ পাঁচ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ থানার পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে পৌরসভার শরীফ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ।
অভিযানে শরীফ বাজার সংলগ্ন ভাষান আলীর বাসা থেকে জুয়া খেলার সময় নগদ ২২ হাজার ১২০ টাকা, দুই বান্ডিল তাস এবং একটি প্লাস্টিকের বস্তা সহ পাঁচ জুয়াড়িকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, দেবীডুবা ইউনিয়নের পেড়ালবাড়ী এলাকার নূর হোসেনের ছেলে হাফিজুল ইসলাম(৩৭), কালীপদ রায়ের ছেলে বিনোদ রায়(৩৭), মৃতঃ কৃষ্ণ কুমারের ছেলে ভবেষ চন্দ্র রায়(৩৪), বেলতলী এলাকার একাব্বর আলীর ছেলে রফিকুল ইসলাম(৩০) এবং সরকার পাড়া এলাকার হরি কিশোর রায়ের ছেলে তপন চন্দ্র রায়(৩০)।
দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এই ঘটনায় দেবীগঞ্জ থানায় ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারা অনুযায়ী মামলা দায়ের করে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে ।”
You cannot copy content of this page