পঞ্চগড় প্রতিবেদক
পঞ্চগড় পরিবেশ অধিদপ্তর ও দেবীগঞ্জ উপজেলা প্রশাসন আজ যৌথভাবে দেবীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রয়ের জন্য মজুদ করার দায়ে ভ্রাম্যমান আদালত দুটি দোকান মালিককে ছয় হাজার টাকা জরিমানা করে আদায় করেছেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার গোলাম রব্বানী সরদার এই জরিমানা করেন। একই সঙ্গে ২৮৪ কিলোগ্রাম নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করেন তিনি। পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।
ভ্রাম্যমান আদালক পরিচালনাকলে দেবীগঞ্জ থানার একদল চৌকষ পুলিশ সদস্য সার্বিকভাবে সহযোগিতা করেন। নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
You cannot copy content of this page