পঞ্চগড়ের দেবীগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের মল্লিকাদহ ক্লাবগজ্ঞ আব্দুল বারী কমান্ডার বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসফ এর যৌথ আয়োজনে অতিথি হিসেবে জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার প্রতিযোগিতার উদ্বোধন করেন। শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর আওতায় প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির বিশেষ চাহিদা সম্পন্ন ৪০ নারী এবং ৩০ জন পুরুষ শিক্ষার্থী গোল পোস্ট এ গোল প্রদান প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহনকারীদের পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকল শিক্ষার্থীদের একটি করে টি শার্ট প্রদান করা হয়।
প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, ফেরদৌসী সুলতানা, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্ন শিক্ষকরা উপস্থিত ছিলেন।।
You cannot copy content of this page