পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ বাজারে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে দুই প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় ।
বুধবার ( ২১ সেপ্টেম্বর) উপজেলার দেবীগঞ্জ বাজারে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পঞ্চগড় জেলা শাখার সহকারী পরিচালক- পরেশ চন্দ্র বর্মন।
এসময় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রির অভিযোগে নেহা হোটেল এন্ড রেস্টুরেন্ট কে তিন হাজার টাকা এবং লাগেজপন্য ও মেয়াদোত্তীর্ণ পন্য রাখার দায়ে স্মৃতি এন্ড সাম্মী কসমেটিকস কে দুই হাজার টাকা জরিমানা করা হয় ।
অভিযানে উপজেলা স্যানীটারী ইন্সপেক্টর ও দেবীগঞ্জ থানার পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পঞ্চগড় জেলা শাখার সহকারী পরিচালক- পরেশ চন্দ্র বর্মন বলেন, ” জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে এবং এধরনের অভিযান নিয়মিত চলবে।”
You cannot copy content of this page