পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জে হানাদার মুক্ত দিবস উপলক্ষে বিশ কুড়ি সামাজিক সংগঠনের পক্ষ থেকে শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (০৯ নভেম্বর) বিকেল ৪ টায় আপন নীড় গ্ৰান্ড হোটেল এন্ড রেস্টুরেন্টে বিশ কুড়ি সামাজিক সংগঠনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ কুড়ি’র সভাপতি মোঃ মুনিব ফুয়াদ রাফির সভাপতিত্বে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ মহিলা ডিগ্ৰী কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান, যুদ্ধকালীন কম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ.কে ভুইয়া, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ রাজু আহমেদ মিঠু, বিশ কুড়ি’র ওভারে সাইট বডির সভাপতি মোঃ ইমরান আলী প্রমুখ।
এছাড়া বিশ কুড়ি’র সাবেক এবং বর্তমান দায়িত্বশীল, সদস্যবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং উপকারভোগীরা এসময় উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশ কুড়ি’র সভাপতি মোঃ মুনিব ফুয়াদ রাফি বলেন, “মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত একদল তরুণ ২০২০ সালে বিশ কুড়ি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন সময় থেকে লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সমন্বয় রেখে শিক্ষা, স্বাস্থ্য, সাংস্কৃতি এবং আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে বিশ কুড়ি। এরই ধারাবাহিকতায় দেবীগঞ্জ হানাদার মুক্ত দিবসে শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ভবিষ্যতেও একটি সুন্দর আগামীর জন্য কাজ করবে বিশ কুড়ি।”
You cannot copy content of this page