বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :
বাংলাদেশের ফুটবলের উন্নয়নে অনন্য অবদান রাখছে বোদা উপজেলা ফুটবল একাডেমী। ফুটবলের পাইপলাইলে একাধিক ফুটবলার জায়গা করে নিচ্ছে অনুর্দ্ধ জাতীয় দল সহ বিকেএসপির বিভিন্ন বয়স ভিত্তিক দলে উল্লেখ্য করেছেন ডাকসুর সাবেক এজিএস ও ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। গতকাল পাথরাজ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি একথা বলেন। তিনি আরো উল্লেখ্য করেন যে, একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক ও এএফসি- সি কোচ মোফাজ্জল হোসেন বিপুলের অক্লান্তিক পরিশ্রমের ফসল হিসেবে দেশের ফুটবল অঙ্গনে সুনাম কুড়িয়েছে এই একাডেমীর খেলোয়াড়েরা। তারা বাংলাদেশের জাতীয় ফুটবল দলের বিভিন্ন বয়স ভিত্তিক দলে খেলার যোগ্যতা অর্জন করেছে এছাড়াও বিকেএসপির বিভিন্ন দলে জায়গা করে নিয়েছে। তার এ সাফল্য শুধু আমাদের নয় সারা দেশের ক্রীড়া সংগঠকদের অনুকরনীয় হয়ে দাড়িয়েছে।
খেলায় অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাথরাজ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তানু, বোদা পৌরসভার প্যানেল মেয়র খাদেমুল ইসলাম, বোদা উপজেলা ফুটবল একাডেমীর পরিচালক মোফাজ্জল হোসেন বিপুল, খালিদ হাসান মামুন, মাহমুদুল হাসান বাবু প্রমুখ।
বোদা উপজেলা ফুটবল একাডেমীর আয়োজনে আয়োজিত খেলায় বোদা উপজেলার ফুটবল একাডেমীর বিপক্ষে অবর্তীর্ণ হয় উদয়ন সংঘ হিমালয় ক্লাব তেঁতুলিয়া। খেলায় বোদা উপজেলা ফুটবল একাডেমী ৫-০ গোলে জয়লাভ করে। ৩টি গোল করেন লক্ষণ ও ১ টি করে গোল আদায় করে নেন ইমান আলী ও সৌমিক।
You cannot copy content of this page