পঞ্চগড় প্রতিনিধিবাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ দেবীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে নবাগত উপজেলা ইনস্ট্রাকটর রইছুল ইসলাম প্রামাণিককে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা রিসার্চ ট্রেনিং সেন্টারে গিয়ে সংগঠনের নেতাকর্মীরা ইনস্ট্রাকটরকে বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ,দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মাহবুব হাসান রাজু, সহ সভাপতি মো:সফিউল আলম, সহ সভাপতি জহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নবিউল ইসলাম সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিভীষণ কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক; শামীম ইসলাম ,যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অনুকূল চন্দ্র রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক সফিউল ইসলাম সহ আরও অনেকে।
বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজের দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মাহবুব হাসান রাজু বলেন, সংগঠনটি জম্মলগ্ন থেকেই আজ অবধি শিক্ষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। শিক্ষকদের সুখে দু:খে পাশেই আছে।শিক্ষকদের দাবী দাওয়া আদায়ে জেলা, উপজেলা ও কেন্দ্রীয় ভাবে বিভিন্ন ধরনের কর্মসূচী পালন করে আসছে।তিনি আরও বলেন, সংগঠনটি জাতীয় দিবস গুলো ভাল ভাবে পালন করে আসছে।পাশাপাশি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
নবাগত উপজেলা ইনস্ট্রাকটর জনাব মো:রইছুল ইসলাম প্রামাণিক সংগঠনটির সম্পর্কে খোঁজ খবর নেন ও সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি বলেন, অন্যান্য উপজেলা থেকে দেবীগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষার মান অনেক ভাল এবং এটা ধরে রাখার পরামর্শ দেন।
You cannot copy content of this page