পঞ্চগড় প্রতিনিধি
বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ দেবীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার শরীফুল আলমকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদে শিক্ষক সমাজের নেতারা তাকে বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ও দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাহবুব হাসান রাজু , দেবীগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মোস্তকিন প্রধান, সহ সভাপতি সফিউল আলম, সহ সভাপতি সামন্ত সেন, সহ সভাপতি হামিদুর রহমান, সহ সভাপতি বরুণ কুমার রায়, সাধারণ সম্পাদক মো:নবিউল ইসলাম সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিভীষণ কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মো:শামীম ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো:সহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সফিউল ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো:মনোয়ার হোসেন, কার্যকরী সদস্য শাহজামাল, কার্যকরী সদস্য কামাল হোসেন, চিলাহাটী ইউনিয়ন সভাপতি নাসিম হাবিব আল মামুন ও চিলাহাটী ইউনিয়ন সাধারণ সম্পাদক নুরুজ্জামান সহ আরও অনেকে।
বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ও দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাহবুব হাসান রাজু বলেন , সংগঠনটি শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠা সহ জাতীয় দিবস গুলো যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করে আসছে।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার শরীফুল আলম উপস্থিত শিক্ষক নেতাদের উদ্দেশ্যে বলেন, বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংখ্যা বাড়াতে হবে এবং প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আপনাদের কাজ করতে হবে। সেই সাথে উপজেলার শিক্ষার মান উন্নত করতে সকলের সহযোগিতা কামণা করেন তিনি।
You cannot copy content of this page