প্রতিনিধি, পঞ্চগড়
গেল ২৮ অক্টোবরের পর থেকে অবরোধে বিএনপি জামাতের নাশকতা ঠেকাতে ও জনগনের পাশে দাঁড়াতে পঞ্চগড় জেলা আওয়ামীলীগ কার্য্যালয়ের সামনে অবস্থান নেন দলীয় নেতাকর্মীরা। অবস্থান নেওয়া নেতাকর্মীদের নিজ অর্থায়নে দুপুরের খাবার খাওয়ান পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট। বুধবার (০৮ নভেম্বর) তৃতীয় দফা অবরোধের ডাক দেয় বিএনপি ও তাদের মিত্ররা। নিজের উপার্জন করা টাকা খরচ করে কর্মীদের আপ্যায়নের জন্য মঙ্গলবার রাতে পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটকে একাই বাজার করতে দেখা গেছে।
পঞ্চগড় রাজনগড় বাজারের একটি ডিমের দোকানে ডিম ক্রয় করছেন তিনি। এ সময় সম্রাট সাংবাদিকদের জানান আগামিকাল আবারো অবরোধে জেলা থানা ও পৌর আওয়ামীলীগের নেতা কর্মীরা আমার ডাকে অবস্থান নেবেন । এজন্য তাদের দুপুরের খাবার পরিবেশন করবো। এজন্য আমি নিজেই বাজার করছি। সম্রাট বলেন খাবার পেয়ে নেতাকর্মীরা খুশি হয় সেই সাথে জড়ো হওয়া নেতাকর্মীরা চাঙ্গা থাকে। এবারের অবরোধে প্রতিদিনই আমি আপ্যায়নের ব্যবস্থা করে আসছি। দিনভর অবরোধে থাকা নেতাকর্মীরা যাতে ক্লান্ত না হয় সেজন্যই দুপুরের খাবার তাদের মাঝে বিতরন করা আমার নৈতিক দায়িত্ব । হরতাল ও অবরোধের দিনগুলোতে প্রায় পাঁচ শতাধিক দলীয় নেতাকর্মীদের জন্য খাবারের আয়োজন করছি। বুধবার দুপুরে খিচুরি ডিম রান্নার জন্য বাবুর্চিকে সাথে নিয়ে বাজার করলাম।
পঞ্চগড় পৌরসভা আওয়ামীলীগের সভাপতি কাজি আল তারিক জানান আসলে দলীয় কর্মীদের চাঙ্গা করতে আমরা এই খাবারের আয়োজন করে আসছি। অবরোধের দিনে নেতাকর্মীদের পাশাপাশি সাধারন মানুষও দলীয় কার্য্যালয়ে খাবার পেয়ে খুশি হয়। আমাদের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট একজন কর্মীবান্ধব নেতা আজকে তিনি একা একা বাজারে নেতাকর্মীদের আপ্যায়নের জন্য বাজার করেছেন।
You cannot copy content of this page