বিশেষ প্রতিনিধি
নেপালের প্রধানমন্ত্রী কে পি প্রসাদ শর্মা অলিকে উপহার সামগ্রী হিসেবে ১ টন হাড়িভাঙ্গা আম পাঠিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেল ৬ টায় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাবান্ধা স্থলবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সিএন্ডএফ এজেন্ট দাস এন্ড সন্সের মাধ্যেমে উপহার সামগ্রী গুলো নিয়ে ভারতের ফুলবাড়ি স্থলবন্দর হয়ে নেপালের উদ্যেশে যাত্রা করে একটি পিকআপ। ১০০ টি কার্টুনে করে পাঠানো হয় আমগুলো।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম, বাংলাবান্ধা স্থলবন্দরের ইনচার্জ আবুল কালাম আজাদ, স্থলবন্দরের প্রশাসনিক কর্মকর্তা মো শওকত আলী, কাস্টমস সুপার রতন চন্দ্র শীল, তেতুঁলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) বেনজির আহমেদ, বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশনের পরিদর্শক নজরুল ইসলাম, ট্রাফিক পরিদর্শক সাইদুর রহমান সাগর, ১৮ বিজিবি ব্যাটালিয়নের বাংলাবান্ধা কোম্পানীর কমান্ডার নায়েক সুবেদার মো ওয়াহিদ, সিএন্ডএফ এজেন্ট দাস এন্ড সন্সের আব্দুল্লাহ আল মামুন মুসা প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : সফিকুল আলম।।
নির্বাহী সম্পাদক : সামসউদ্দিন চৌধুরী কালাম
© সর্বস্বত্ব সংরক্ষিত | PanchagarhNews.com
নিউজ সেন্টার
তেঁতুলিয়া রোড, পঞ্চগড়।
মোবাইল ০১৭১৩ ৭৩০২৫০
ইমেইল panchagarhnews@gmail.com
Panchagarhnews@hotmail.com
You cannot copy content of this page