প্রতিনিধি, পঞ্চগড়
ফিলিস্তিনের গাজায় ইসরাইল বাহিনী কর্তৃক মুসলমান নারী-পুরুষ-শিশু হত্যা ও তাদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে জাকের পার্টি।
শুক্রবার জুমআর নামাজের পর জাকের পার্টি পঞ্চগড় জেলা শাখার আয়োজেনে শহরের ইসলামবাগ-লিচুতলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে শেষ হয়। পরে সেখানেই সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন নেতা-কর্মীরা।
জাকের পার্টির পঞ্চগড় জেলা শাখার সভাপতি আয়নাল হকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক শাহজাহান আলী , আইন বিষয়ক সম্পাদক আনিসুর রহমান প্রমূখ বক্তব্য দেন। এ সময় বক্তারা গাজার মুসলিমদের উপর ইসরাইলি বাহিনীর হামলা দ্রুত বন্ধ করার দাবী জানান।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে জাকের পার্টি ছাড়াও ছাত্র ফ্রন্ট, যুব ফ্রন্ট, শ্রমিক ফ্রন্ট, মহিলা ফ্রন্টের দুই সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেন।
You cannot copy content of this page