পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধাওয়ায় মোটরসাইকেল থেকে পড়ে আহত হয়ে মইনুল হক (৫২) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যর মৃত্যু হয়েছে। সোমবার (১১ এপ্রিল) সকালে উপজেলার ধামোর ইউনিয়নের দানাবীর এলাকার মির্জাপুর-শিকটিহারী সড়কে এ ঘটনাটি ঘটে। নিহত মইনুল ওই এলাকার মৃত আব্দুল ওয়াহাবের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৪ জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন, আনিসুর রহমান (৩৫) তার স্ত্রী লাকী আক্তার (৩৪), তার চাচাতো ভাই মাসুদ রানা (৩৫) এবং আকিবুল (৩৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গেল কয়েকদিন আগে ধামোর ইউনিয়নের দানাবীর এলাকার চাষী আনিসুর রহমান (৩৮) তার জমির পাট বপন করেন। সোমবার সকালে তাঁর জমির উপর দিয়ে ওই অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যর বড় ভাই আনোয়ার হোসেন বাচ্চু গমের বোঝা নিয়ে বাড়ি ফিরছিলেন। এ নিয়ে আনিসুরের সাথে বাচ্চুর বাকবিতন্ডার হলে কিছুক্ষণ পরে ঘটনাস্থলে পৌঁছান সাবেক পুলিশ সদস্য মইনুল। পরে তাদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এসময় আনিসুর মাথায় আঘাত প্রাপ্ত হন এবং মইনুলও আহত হন।
এদিকে খবর পেয়ে আনিসুরের পরিবারের সদস্যরা লাঠিসোটা নিয়ে মইনুলকে ধাওয়া দিলে তিনি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত চলে যান। পরে তিনি ধামোর ইউনিয়নের দানাবীর গিরাগাঁও এলাকার মির্জাপুর-শিকটিহারী সড়কে মোটরসাইকেল থেকে পড়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ নিহতের মরদেহের সুরৎহাল করেছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। আনিসুর রহমান বর্তমানে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন।
আটোয়ারীর বারোঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক রঞ্জু আহমেদ বলেন, নিহতের শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করছি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
You cannot copy content of this page