পঞ্চগড় প্রতিবেদক
পঞ্চগড়ের সদর উপজেলায় ইউনিয়ন পর্যায়ে সামাজিক সুরক্ষা আওতাধীন সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মাগুড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-০১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। পদ্মা সেতু, মেট্রোরেল, ঘরে ঘরে বিদ্যুৎ সহ নানা সুবিধা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় মাগুড়া ইউনিয়নের প্রায় ৫ হাজার নিম্ন আয়ের মানুষদের আর্থ সামাজিকভাবে স্বাবলম্বী করতে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ নানা সুবিধা দেয়া হচ্ছে। সরকার দেশকে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত করে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে।
বক্তারা আরো বলেন, আগামীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে বয়স্ক ও বিধবা ভাতা ভোগীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি ভাতার হারও বৃদ্ধি হবে। সেই সাথে মানুষের জীবনমান আরো উন্নত হবে।
You cannot copy content of this page