পঞ্চগড়ের বোদা উপজেলায় করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্থ ৫০০ জন প্রান্তিক নারীকে খাদ্যে সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার দুপুর ২ টায় পঞ্চগড়ের বোদায় ইউসিবিএল ও বিসেফ ফাউন্ডেশনের সহযোগিতায় উমেন এন্ডিং হাঙ্গার ও বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে বলরামহাট এলাকায় হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের সিএসএল চত্ত্বরে করোনা অতিমারিতে ক্ষতিগ্রস্ত ৫০০ নারীকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উমেন এন্ডিং হাঙ্গারের সহ-সভাপতি মহচেনা বেগম।
হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার সিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মকলেছুর রহমান জিল্লু, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রাণী বর্মন, ইউসিবিএল বোদা শাখার প্রতিনিধি কাজী মোহাম্মদ ইমরান হোসাইন, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার রাশেদুল ইসলাম, একাউন্টস অফিসার অনিল চন্দ্র শর্মা, প্রত্যাশা ২০২১ ফোরাম বোদা পঞ্চগড়ের সভাপতি সফিউল আলম টুটুল, ইয়ূথ এগেইনষ্ট হাঙ্গার বোদা পঞ্চগড়ের সভাপতি মোনালিসা আক্তার আইরিন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন উমেন এন্ডিং হাঙ্গারের সাধারণ সম্পাদক মালেকা বেগম। আলোচনা শেষে অতিথিরা নারীদের হাতে খাদ্য সহায়তার উপহার তুলে দেন। উপহারে ছিল দশ কেজি চাল এবং দুই কেজি ডাল। খাদ্য সহায়তায় স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করে ইয়ূথ এগেইনষ্ট হাঙ্গারের সদস্যরা।