পঞ্চগড় প্রতিবেদক
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ডাহুক নদীর বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে অবৈধ উপায়ে বালু ও মাটি কেটে পাথর-বালু উত্তোলন করে পরিবহনের দায়ে তিন ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ মে) দুপুরে উপজেলার শালবাহান ইউনিয়নের বালাবাড়ী কালিতলা ডাহুক নদীর কালিতলা সেতু সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা এ দণ্ডাদেশ প্রদান করেন। পরে তাদের তেতুঁলিয়া মডেল থানা পুলিশের মাধ্যেমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে পাথর ও বালুসহ ৩টি ট্রলি জব্দ করা হয়।
দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ডাহুক আশ্রয়নের আবু তাহের (২০), হারাদিঘী গ্রামের হাফিজার রহমান (২৭) ও সরকারপাড়া গ্রামের খাদেমুল ইসলাম (২৫)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধ ভাবে ডাহুক নদীর কালিতলা ব্রীজ সংলগ্ন স্থানে রাস্তা ও ব্রীজের ক্ষতিসাধন করে বালু ও মাটি কেটে দীর্ঘদিন যাবৎ পাথর-বালু উত্তোলণ করে পরিবহন আসছিল আবু তাহের সহ কয়েকজন। পরে খবর পেয়ে অভিযান পরিচালনা করে পাথর- বালু উত্তোলনের সময় তাদের আটক করে ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন মোতাবেক সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, তেতুঁলিয়া মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আসিফ সহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা বলেন, একটি চক্র বেশকিছুদিন যাবৎ ডাহুক নদীর বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে অবৈধ উপায়ে বালু ও মাটি কেটে পাথর-বালু উত্তোলন করে পরিবহন করে আসছিল। পরে সেখানে অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করা হয়। আগামীতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
You cannot copy content of this page