পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় জেলার বোদা থানায় বিভিন্ন সময় হারানো ৭০টি মোবাইল ফোন উদ্ধার করেছে বোদা থানা পুলিশ।
হারানো মোবাইল উদ্ধারের পর প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
পঞ্চগড় জেলার পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পিপিএম (বার), সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল, বোদা ও দেবীগঞ্জ থানা) রুনা লায়লার দিক-নির্দেশনায় বোদা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম এর নেতৃত্বে বোদা থানায় কর্মরত অফিসারগন তথ্য প্রযুক্তির সহায়তায় চলতি বছরের মার্চ মাসে ৭০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেন। ৩০ মার্চ শনিবার বোদা থানার সার্ভিস ডেলিভারী কক্ষে (গোলঘরে) সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব রুনা লায়লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত ২৭টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন।
বাকিগুলি ইতোপূর্বে বিভিন্ন সময়ে প্রকৃত মালিকের জিম্মায় প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে মোবাইল ফোনের মালিক ও উদ্ধারকারী অফিসারগন উপস্থিত ছিলেন। হারানো মোবাইল ফোন গুলি হাতে পেয়ে মালিকগন বোদা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম সহ বোদা থানার সকল পুলিশ সদস্যের ধন্যবাদ দেন এবং প্রশংসা করেন।
বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক পিপিএম বলেন বোদা থানা পুলিশ ভবিষ্যতেও উন্নত পুলিশি সেবা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
You cannot copy content of this page