পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে অস্ত্রসহ ২১ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) শুরু হয়েছে। রোববার দুপুরে পঞ্চগড় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের হলরুমে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন আনসার ও ভিডিপি রংপুর রেঞ্জের পরিচালক মো. আব্দুুস সামাদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. শফিউল আযম। এ সময় সার্কেল অ্যাডজুট্যান্ট সুলতানা রাজিয়া, সদর উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক হাসিবুল ইসলাম, প্রশিক্ষিকা আসমাতুন নেহার উপস্থিত ছিলেন।
২১ দিনব্যাপী এই প্রশিক্ষণে ৮০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।
You cannot copy content of this page