পঞ্চগড় প্রতিবেদক
পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারের মাঝে উপহার সামগ্রী হিসেবে একটি করে শাড়ি, লুঙ্গি ও কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পঞ্চগড় পৌরসভার আহমদনগর এলাকার আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসা মাঠ চত্বরে পঞ্চগড় ১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধানের পক্ষ থেকে এসব বিতরণ করা হয়।
এসময় আহমদিয়া সম্প্রদায়ের পঞ্চগড় আঞ্চলিক শাখার বিচার বিষয়ক সম্পাদক ওসমান আলীর হাতে সাংসদের উপহার সামগ্রী তুলে দেন সাংসদের বড় ছেলে ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক মানব বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ প্রধান শুভ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সরকার বাবু, পঞ্চগড় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফজলুল করিম মুন্না , পঞ্চগড় পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর কবির সোহেল, বাংলাদেশ ছাত্রলীগের পঞ্চগড় জেলা শাখার সভাপতি আবু মো নোমান হাসান, জামিয়া আহমদিয়া বাংলাদেশ ইন্সটিটিউটের লেকচারার জাফর আহমেদ সহ জেলা ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা সহ আহমদিয়া সম্প্রদায়ের মানুষজন।
You cannot copy content of this page