পঞ্চগড় প্রতিনিধি
গাজায় মুসলিমদের উপর ইসরাইলি বাহিনীর হামলা বন্ধ দ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে এবং দেশের বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে চলমান সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন, ব্যর্থ নির্বাচন কমিশন বাতিলের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীরা। শুক্রবার বিকেলে জেলা শহরের রৌশনাবাগ এলাকা থেকে একটি মিছিল বের করে তারা। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের মসজিদপাড়া এলাকায় সোনালী ব্যাংক পঞ্চগড় শাখার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ প্রমূখ বক্তব্য দেন।
এসময় বক্তারা বলেন, বর্বর ইসরাইলী বাহিনী নিরীহ ফিলিস্তিনের মানুষের উপর নির্মম গণহত্যা চালাচ্ছে। বোমা হামলা করছে। অচিরেই ফিলিস্তিনের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে।
বক্তারা আরো বলেন, চলমান রাজনৈতিক সংকট মোকাবিলায় বর্তমান সংসদ দ্রুতই ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন করতে হবে। সেই সাথে বর্তমান নির্বাচন কমিশন বাতিলের করতে হবে। কারণ তারা ব্যার্থ। এই নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচন হতে পারে না।
You cannot copy content of this page