পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় জেলার সদর উপজেলায় উপজেলা প্রশাসনের হল রুমে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা বাল্যবিয়ে নিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আমিরুল ইসলাম। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন কাজী আল আরিফ, ভাইস চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদ, মোঃ রুহুল আমিন, পুলিশ পরিদর্শক ( তদন্ত), সদর থানা, হিন্দু বিবাহ রেজিস্ট্রারসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। সভায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ভিডিও ডকুমেন্টরী প্রদর্শন করা হয় ও উপজেলায় চলমান কার্যক্রম তুলে ধরা হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, ” বাল্যবিয়ে বন্ধে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে গ্রাম পর্যায়ে ও হাইস্কুলে প্রচারণা চালাতে হবে।” এফিডেভিডের মাধ্যমে বাল্যবিয়ে হচ্ছে, এই এফিডেভিটের আইনগত ভিত্তি নেই বক্তারা তা প্রচারের কথা বলেন। পঞ্চগড় সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যাপক হাসনুর রশীদ বাবু এর এক প্রশ্নের উত্তরে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক মাইকেল বাস্কে বলেন, “ব্র্যাকের গবেষণায় দেখা গেছে অভিভাবকরা উপযুক্ত পাত্র পাওয়ায় বাল্যবিয়ে দিচ্ছেন বলে জানান।” সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, “সদর উপজেলার কোথাও বাল্যবিয়ের ঘটনা শুনলে তাকে জানাতে বলেন।” উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অফিসার মোঃ মেহেদী হাসান প্রমুখ।
You cannot copy content of this page