পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার মাটিয়ারপাড়া এলাকা থেকে কোটি টাকা মূল্যের একটি কালো কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র্যাব ১৩। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দন্ডপাল ইউনিয়নের মাটিয়ারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মূল্যবান এই কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। এ সময় আবু বক্কর ছিদ্দিক (৩৫) নামে এক ব্যক্তিকেও আটক করে র্যাব। তার বাড়ি একই উপজেলার পামুলী ইউনিয়নের মাদারেরঝাড় এলাকায়। তিনি ওই এলাকার মোবারক শেখের ছেলে। রাতে র্যাব ১৩’র সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব ১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ নীলফামারীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার গাধোয়া পুকুর সংলগ্ন মুকুল নামের এক ব্যক্তির বাড়ির উঠোনে অভিযান চালিয়ে কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করে। এ সময় আবু বক্কর ছিদ্দিক নামে ওই ব্যক্তিকেও আটক করা হয়। কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিটি ওজন সাড়ে ৩৩ কেজি। দৈর্ঘ্য ৩২ ইঞ্চি, প্রস্থ ১৩.৫ ইঞ্চি। যার বাজার প্রায় ১ কোটি ৫০ হাজার টাকা। পরে আসামীকে দেবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
You cannot copy content of this page