পঞ্চগড় প্রতিবেদক
পঞ্চগড়ে সদর উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ-১৭ খেলা উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় সদর উপজেলা প্রশাসন এ টুর্নামেন্টের আয়োজন করে। বুধবার বিকেলে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে বেলুন উড়িয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম টুর্ণামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী খেলায় অরমখানা ইউনিয়ন দল ৪-১ গোলে চাকলাহাট ইউনিয়ন দলকে হারিয়ে জললাভ করেছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র বর্মন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক প্রমুখ।
এসময় সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
টুর্ণামেন্টে দুটি গ্রুপে ১০টি ইউনিয়ন দল অংশ নিচ্ছে। একই মাঠে আগামীকালের (বৃহস্পতিবার) প্রথম খেলায় কামাত কাজলদীঘি পরিষদ দল ও গরিনাবাড়ী ইউনিয়ন পরিষদ দল এবং দ্বিতীয় খেলায় পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ ও মাগুড়া ইউনিয়ন পরিষদ দল মুখোমুখি হবে।
You cannot copy content of this page