পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের প্রতিটি থানায় সীমিত আকারে চলছে থানার কার্যক্রম। তবে থানার স্বাভাবিক কার্যক্রম ফেরাতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং পুলিশকে সহযোগিতা করতে মাঠে কাজ করছে বিজিবি। শনিবার (১০ আগস্ট) দুপুরে ও বিকেলে পর্যন্ত জেলার তেতুঁলিয়া ও আটোয়ারী থানা পরিদর্শন করে পুলিশ সদস্যদের সাথে কথা বলেছেন পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা ও পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউল হক।
এসময় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ, তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজয় কুমার রায়, পরিদর্শক (তদন্ত) আরমান আলী, আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুসা মিয়া, পরিদর্শক (তদন্ত) শাহীনুর রহমান তালুকদার সহ বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, পঞ্চগড় জেলায় ইউনিট গুলোতে যত পুলিশ সদস্য তারা কেউ বাইরে যায়নি। তারা সবাই থানা ও পুলিশ লাইন্সে আছে। এখানে নতুন করে যোগদানের কোন বিষয় নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে যে বৈষম্য দূর করেছে তা সমস্ত ক্ষেত্রে করতে হবে। এজন্য ছাত্রদের, সাধারণ মানুষ ও আপনাদের (গণমাধ্যমকর্মীদের) সহযোগিতা করতে হবে। দুই একজনের কমান্ডের জন্য পুলিশকে দোষারোপ করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পুলিশ সদস্য হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবী করেন তিনি। সেই সাথে থানার কার্যক্রম সীমিত আকারে চলার কথা জানান তিনি।
পঞ্চগড় ১৮ বিজিবির সিও লে কর্নেল জিয়াউল হক জানান, পুলিশ তার স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসুক এবং বিজিবি তার সীমান্তবর্তী এলাকায় সকল কাজকর্মে ও স্বাভাবিকতা ফিরিয়ে আনতে সর্বত্মক সহায়তা করবে। এটা আমরা নিশ্চিত করেছি। সকলের সাথে কথা বলেছি এবং তারাও আশ্বস্ত হয়েছে। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি পুলিশকে তার স্বাভাবিক কাজকর্মে দেখবো।
You cannot copy content of this page