পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রশাসনের অনুমতি ব্যাতিত ফসলি জমির মাটি কেটে ব্যাবহার, শিক্ষা প্রতিষ্ঠানের ১ কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন ও পরিবেশ অধিদপ্তরের বিধি মোতাবেক ইট না পোড়ানো সহ কয়েকটি অভিযোগে বি বি বিক্স ও এমএমএল বিক্স নামে দুই ইটভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার মন্নাপাড়া ও ভাসাইনগড় এলাকায় জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করেন পরিবেশ অধিদপ্তর রংপুর অঞ্চলের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বোদা উপজেলার দুই ইটভাটাতে অভিযান পরিচালনা করা। সময় ইটভাটা দুইটিতে নানা অভিযোগ পরিলক্ষিত হলে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন)আইন অনুযায়ী বিবি বিক্সকে ৫ লাখ ও এমএমএল বিক্সকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়
এ সময় বি বি বিক্স ইটভাটার একাংশ বুলডুজার দিয়ে ভেঙ্গে ফেলা হয়।। অভিযানে পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী, বোদা থানা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page