পঞ্চগড় প্রতিনিধি
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে আগামী ১২ থেকে ১৫ জুন ৪ দিন ব্যাপী পঞ্চগড় জেলায় ১ লাখ ৫৫ হাজার ০১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো উদ্যোগ নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জেলার পাঁচটি উপজেলার ১০৭৭টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ১৭ হাজার ৭৫০ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী এক লাখ ৩৭ হাজার ২৫১ জন শিশুকে ১টি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনকে সফল করতে জেলায় এক হাজার ৭৭ টি কেন্দ্র স্থাপন করা হবে। এসব কেন্দ্রে দুই হাজার ১৫৪ জন স্বেচ্ছাসেবী কাজ করবে।
সোমবার (০৬ জুন) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক অবহিতকরণ সভায় পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. রফিকুল হাসান এসব তথ্য জানান।
তিনি বলেন, ৬ মাসের কম বয়সী শিশু, ৫ বছরের বেশি বয়সী শিশু, ৪ মাসের মধ্যে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়া শিশু এবং মারাত্বক অসুস্থ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে না। তবে অন্য শিশুদের এই ক্যাপসুল খাওয়া নিরাপদ, কোনো পাশর্^প্রতিক্রিয়া নেই। সকল শিশুকে অবশ্যই ভরা পেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য যথাসময়ে নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসতে হবে।
সভায় জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট হাসিবুর রহমান শাহ লাবু মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। #