পঞ্চগড় প্রতিনিধি
সারা দেশের ন্যায় পঞ্চগড়ের দেবীগঞ্জেও বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ থেকে একটি রেলি বের হয়ে শহরের প্রধান শহরের প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে একটা আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি।
এসময় অন্যান্যদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোহেল শাহজাদা, সহকারী শিক্ষা কর্মকর্তা ইসরাত জাহান, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও দেবীগঞ্জ উপজেলার শাখার সভাপতি মাহাবু্ব হোসেন রাজু, সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতির সভাপতি নজরুল ইসলাম, শিক্ষক নেতা নুর ইসলাম, লিয়াকত আলী বসুনিয়া, আবু সিদ্দিক খান, রফিকুল ইসলাম, নুর আলম, হেমন্ত কুমার রায়, জসিয়ার রহমান, মাহাবুবা বেগম, শফিকুল আলম প্রধান সহ উপস্থিত ছিলেন আরো অনেকে।
সহকারী শিক্ষক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন নবীউল ইসলাম সরকার, শফিকুল আলম, কল্যাণ রায়, মোস্তাকিম প্রধান, শামিম ইসলাম, বিভীষণ কুমার রায়, মাহমুদ হোসেন, নির্মল কুমার রায়, মনোয়ার হোসেন, মিজানুর রহমান সহ আরো অনেকে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন বলেন, সারা দেশের ১৩ লাখ সরকারি কর্মচারীর মধ্যে সাড়ে চারলাখ প্রাথমিক শিক্ষক। তিনি তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন আপনাদের ভালো মানের শিক্ষক হতে হবে এবং ভালো মানের পাঠ দান দিতে হবে। আপনাদের মাধ্যেম স্মার্ট বাংলাদেশ বির্নিমাণ হবে। সেজন্য আপনাদের দেশে গড়ার অংশীদার হতে হবে।
You cannot copy content of this page