পঞ্চগড় প্রতিবেদক
“নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ মাতৃত্ব গড়তে প্রতি বছরের ন্যায় এবছরও ৯ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত পঞ্চগড়ে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৩ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে ধাক্কামারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র চত্বরে বেলুন উড়িয়ে সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করেন পঞ্চগড় পরিবার ও পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আবু তাহের মো. সানাউল্লাহ নুরী। পরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ধাক্কামারা ইউনিয়ন পরিবার ও পরিকল্পনা বিভাগের আয়োজনে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
সভায় ধাক্কামারা ইউনিয়ন পরিষদের ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য মালেকা বানুর সভাপতিত্বে পঞ্চগড় পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. খাইরুল ইসলাম, ধাক্কামারা ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শীকা ইয়াসমিন সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন। এসময় অন্যান্যদের মধ্যে ধাক্কামারা ইউনিয়নে কর্মরত স্বাস্থ্যকর্মীরা স্থানীয় নারীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা, পরিবার পরিকল্পনা গ্রহণের নানা নিয়ম পদ্ধতি আলোচনা, মাতৃত্বকালীন সময়ের বিভিন্ন সমস্যা ও সমস্যার সমাধান, নিরাপদ প্রসব বিষয়ে গুরুত্বরোপ করেন। সেই সাথে স্থানীয় নারীদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এসে নিয়মিত স্বাস্থ্যসেবা নিতে আহ্বান জানান বক্তারা।
You cannot copy content of this page