পঞ্চগড় প্রতিনি
জেলা প্রশাসন, পঞ্চগড় ও পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় জেলার সদর উপজেলার পঞ্চগড় বাজার এলাকায় ০২(দুই) টি দোকানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বাজারজাতকরণের অপরাধে অভিযান পরিচালনা করে ১৫,০০০/-(পনের হাজার) টাকা জরিমানা আদায় করা হয় এবং ৭০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। জেলা প্রশাসন, পঞ্চগড় এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: আব্দুল-আল-মামুন কাওসার শেখ ও জনাব মো: ফরহাদ হোসেন অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর সহকারী পরিচালক জনাব মো: ইউসুফ আলী প্রসিকিটর হিসেবে দায়িত্ব পালন করেন।অভিযানে জেলা পুলিশের একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। পরে পঞ্চগড় বাজারের দোকানসমূহের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।