পঞ্চগড়
পঞ্চগড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৫ শতাধিক বয়স্ক ও বিধবা মহিলাদের ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে পঞ্চগড় পৌরসভার মেয়র ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী জেলা আওয়ামী লীগের সদস্য জাকিয়া খাতুনের আয়োজনে তার নিজ বাসায় এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
এসময় মেয়র প্রত্যেক বয়স্ক ও বিধবা মহিলাদের হাতে ঈদ উপহার সামগ্রী হিসেবে একটি করে শাড়ি তুলে দেন।
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মোহনা টেলিভিশনের পঞ্চগড় প্রতিনিধি জামিল চৌধুরী ডলার সহ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় মেয়র জাকিয়া খাতুন বলেন, বর্তমান সরকারের সময়ে নিম্ন আয়ের মানুষদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ধরনের ভাতা, কম দামে চাল ও টিসিবির পন্য সহ নানা ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে বর্তমান সরকারকে আবারো নির্বাচিত করতে অনুরোধ জানান তিনি।
You cannot copy content of this page