পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে দেবীগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার বিজয় চত্বরে দেবীগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকবৃন্দের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে সহকারী শিক্ষক শান্তনু বসুনিয়ার সঞ্চালনায় সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম, মেহেদী হাসান, জাকারিয়া সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, উন্নত বিশ্বের প্রায় প্রতিটি দেশে শিক্ষকদের সম্মান ও বেতন কাটামো অনেক বেশি। শুধু তাই নয় দক্ষিণ এশিয়াতে তা অনেক। আমরা বাংলাদেশে শুধু বছরের পর বছর শোষিত ও নায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা মাত্র ১১৭ ডলারের মত বেতন পাই। যা দিয়ে বর্তমানে সম্মান নিয়ে জীবিকা নির্বাহ করা খুবই কঠিন।
এদিকে দেশে পুলিশের উপসহকারী কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তারাও ১০ম গ্রেড পান। বৈষম্য শুধু প্রাথমিক সহকারী শিক্ষকদের ক্ষেত্রে।
বক্তারা, অবিলম্বে প্রধান উপদেষ্টার কাছে ১০ম গ্রেড দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলন করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন তারা।
পরে দেবীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজার রহমান চৌধুরী ও স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল্লাহ আজাদ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
You cannot copy content of this page