পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকাল ৯টায় দলীয় কার্যালয় চত্বরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভসূচনা হয়। পরে বিকালে পঞ্চগড় জেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ শেষে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণ্যাঢ্য র্যালী নিয়ে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে আবার সেখানে গিয়ে শেষ হয়। এসময় র্যালীতে জেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক শাহীন রেজা মিঞা, সদস্য সচিব মো. নুরুজ্জামান, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক লোকমান বাবু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেজিয়া পারভীন সহ সংগঠনটির দেড়শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে।
পরে দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক শাহীন রেজা মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন জেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব মো. নুরুজ্জামান।
You cannot copy content of this page