পঞ্চগড় প্রতিবেদক
পঞ্চগড়ের বোদা উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আড়াই শতাধিক এতিম অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে ইফতার সামগ্রী ও রাতের খাবার বিতরণ করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ভিমপুকুর এলাকার আল মারকাজুল ইসলামী দারুচ্ছুন্নাহ উলুম মাদ্রাসা মাঠে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে এ ইফতার সামগ্রী ও রাতের খাবার বিতরণ করা হয়।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ যুবায়েদ হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব খাবার বিতরণ করেন।
অনুষ্ঠানে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হাচানুর রহমান, ময়দানদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যগণ উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page