পঞ্চগড় প্রতিনিধি
“দুধ পানের অভ্যাস গড়ি-পুষ্টি চাহিদা পূরণ করি” এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে বিশ^ দুগ্ধ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (০১ জুন) দুপুরে জেলা দুগ্ধ খামারি নিয়ে ভেটেরিনারি হাসপাতালের সামনে পরিবেশ ও অনৈতিক উন্নয়নে টেক্সসই দুগ্ধ শিল্প শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার আব্দুল হাই সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ সহ জেলার বিভিন্ন এলাকায় দুদ্ধ খামারিরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে খেলাধুলা, কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।