পঞ্চগড় প্রতিনিধি
“বিশ্ব শিক্ষক দিবস” উদযাপন উপলক্ষ্যে জাতি গঠনে শিক্ষকের অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁদের সম্মননা জানানো মাধ্যমে সকল শিক্ষককে উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার জিয়া পরিষদের আয়োজনে এক বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি দেবীগঞ্জ মহিলা কলেজ থেকে যাত্রা শুরু করে দেবীগঞ্জ সরকারি কলেজ, বিজয় চত্তরে হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার মহিলা কলেজে এসে শেষ হয়। র্যালী শেষ দেবীগঞ্জ মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটি পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা শাখা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
এসময় জিয়া পরিষদের নেতৃবৃন্দ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page