পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরনে সোহাগ ইসলাম (১৫) নামে এক বেলুন বিক্রেতার মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন লিমন ইসলাম (১০) নামে এক সহযোগী। শনিবার (০৯ জুলাই) উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের বড়দিঘী বাজারে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত সোহাগের বাড়ি একই ইউনিয়নের কাটনহারী এলাকায়। সে ওই এলাকার আতিয়ার রহমানের ছেলে। আহত লিমনের বাড়ি ইউনিয়নের আদর্শগ্রাম শিকারপুর এলাকায়। সে ওই এলাকার জাহিদ হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শালডাঙ্গা ইউনিয়নের বড়দিঘী বাজারে বিক্রির জন্য বেলুনে গ্যাস ভরার সময় বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এসময় সোহাগের দুই পা ও ডান হাত শরীর থেকে বিছিন্ন হয়ে যায়। অপরদিকে সহযোগী লিমন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সোহাগের মৃত্যু হয়। পরে লিমনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দীন সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে দূর্ঘটনার সঠিক বিষয়টি খুঁজে বের করা হবে।
You cannot copy content of this page