পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গোলাম রব্বানী (৩০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার তিরনইহাট ইউনিয়নের খয়খাট পাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত গোলাম রব্বানীর বাড়ি উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি গ্রামে। সে ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গোলাম রব্বানী তার ব্যক্তিগত কাজ শেষে উপজেলার বাংলাবান্ধা এলাকা থেকে বাসায় ফিরছিলেন। এ সময় তিনি উপজেলার তিরনইহাট এলাকায় এলে মুঠোফোনে কথা বলার সময় অসাবধানতাবশত সড়কের পাশে থাকা বালির স্তুপে গিয়ে ধাক্কা খেয়ে সড়কের পাশে ছিটকে পড়েন। এসময় তার মাথা সহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত প্রাপ্ত হন তিনি। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে তেতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরিত করে। পরে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক।
তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু ছায়েম মিয়া সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু বিষয়টি নিশ্চিত করে জানান জানান, নিহতের মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে আছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে তেতুঁলিয়া মডেল থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
You cannot copy content of this page